আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা, বান্দরবানে পুলিশের অভিযানে আটক-২০

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩১ অগাস্ট ২০২৩ ১০:০৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে দেশের গ্রাম গঞ্জে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। ক্যাম্প থেকে পালিয়ে আসার পথে নিরাপত্তা বাহিনীর চেক পোষ্টেও নেই কোন বিধি নিষেধ। ক্যাম্প৷ থেকে পালিয়ে আসা এমন ২০ রোহিঙ্গাকে আটক করেছে বান্দরবান সদর থানা পুলিশ। বৃহস্পতিবার(৩১আগষ্ট) দুপুর ৩টার দিকে বান্দরবান বাজারের পর্বত হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মানুনুর (৫২) হোসেন আহাম্মদ(৩৬) সলিমুল্লাহ(৩৭) মো: জোহার(৩৫)মো: আরমান(১৬)মো: সালাম(২৫) মো: আরাফাত (২০) রুহুল আমিন(২২) মো: উছল(২২) আবুবক্কর ছিদ্দীক(২১)হাফিজুর রহমান(২৮)মো: ইউনুছ(২১) রুম্মাল হাকিম(৩০) মো: আরিফ(৩০)রশিদ উল্যাহ(৫০) নুর আলম(৫০)নুর হাছন(২০)সৈয়দ আলম(৪৫) জাফর হোসেন(২২) সলিমুল্লাহ(২৬)।

 বান্দরবান সদর থানার উপ-পুলিশ পরির্দশক মো: আমিনুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিত্বে বাজারের পর্বত হোটেলে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম চলমান রয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলাম  জানান,উর্ধতন কর্মকর্তার সিদ্ধান্ত মোতাবেক আটক ২০ রোহিঙ্গাকে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা শিবিরে হস্তান্তর করা হবে।

পুলিশের হাতে আটক রোহিঙ্গারা সাংবাদিকদের জানান,তারা ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারের ট্যাংখালী ১৩ নং ক্যাম্পে আশ্রয় নেয়। হঠাৎ কিছু দিন ধরে বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গারা পালিয়ে দেশের আনাচে- কানাচে ছড়িয়ে পড়ে। সুযোগ বুঝে তারাও ক্যাম্প থেকে পালিয়ে বাস যোগে কেরানীহাট চলে আসে। ক্যাম্প থেকে বাস যোগে চলে আসার সময় রামু মরিচ্যা বিজিবি চেক পোষ্টে আটক করে। এসময় বিজিবি সদস্যরা তাদের কিছুক্ষন ঘাস ও কংকর বহন করার কাজে ব্যবহার করে।  পরে তাদের একশ টাকা হাতে ধরিয়ে দিয়ে আবারো চট্টগ্রাম মুখী বাসে তুলে দেয়। পরে তারা কেরানীহাট থেকে বাস যোগে বান্দরবান ঢুকে যায় বলে তারা জানান।