আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

ঐতিহাসিক রাজা মাঠে ক্রীকেট টুর্নামেন্ট শুরু''

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : সোমবার ১২ ডিসেম্বর ২০২২ ০৪:৪৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার মিজানুর রহমান বিপ্লব ক্রীকেট টুর্নামেন্ট ২০২২ শুরু হয়েছে। উদ্বোধনী খেলা শুরু হবে দোহাজারী বনাম কালাঘাটা জিপিএল একাদশের মধ্য দিয়ে শুর। আজ ১২ ই ডিসেম্বর বিকেলে ঐতিহাসিক রাজা মাঠে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বান্দরবান পৌরসভার মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ইসলাম বেবী বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সুচনা করেন। মিজানুর রহমান বিপ্লব ক্রীকেট -২০২২ এর প্রধান সমন্বয়ক ৪ নং কমিশনার উমর ফারুক, সহ, আহ্বায়ক আব্দুর রহমান অর্ক ও সদস্য সচিব । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর চেয়ারম্যান জাহাঙ্গীর,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাদেক হোসেন চৌধুরী , আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ সহ বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারী বেসরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম খেলায় বৃহত্তর চাকঢালা একাদশ কালাঘাটা জিটিএল। তাঁকে পুরস্কার প্রদান করেন টুর্নামেন্টের। উল্লেখ্য, মিজানুর রহমান বিপ্লব ক্রীকেট-২০২২ এ ১৭টি দল(১) সোহা স্পেটিং ক্লাব দোহাজাড়ী, (২)কালাঘাটা জিপিএল,(৩) নিউগুলশান (৪)একাদশ, সিডর একাদশ,(৫) বান্দরবান (৬)আইন জিবি সমিতি, (৭)বরিশাল বুলস, (৮)বালাঘাটা একাদশ,( ৯)বান্দরবান টাইগা্স, (১০)রাজা মাঠ জুনিয়র বয়েস ক্লাব,( ১১)রিয়াল ব্রাদাস বান্দরবান, অংশগ্রহণ করেন। দলগুলো হলো পাড়া,বৃহত্তর চাকঢালা ক্রীকেট একাদশ,সম্প্রীতি ।