"""আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কর্নেল ড. সৈয়দ মো. সাইফুদ্দিন ও কর্নেল ড. রেজাউল করিম! বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টার যে এই পর্যায়ে সফলতা অর্জন করতে পেরেছে, এর পেছনে যাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ও উল্লেখযোগ্য অবদান ছিলো তাঁরা ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ লে. কর্নেল ড. সৈয়দ মো. সাইফুদ্দিন, এমবিবিএস, এফসিপিএস (মেডিনিসিন) এবং জেনারেল সার্জারী বিশেষজ্ঞ লে. কর্নেল ড. রেজাউল করিম, এমবিবিএস, এফসিপিএস (জেনারেল সার্জারী), এমআরসিএস (জেনারেল সার্জারী)। চিকিৎসক হিসেবে তাঁদের দক্ষতা ও অভিজ্ঞতা যেমন অনন্য এক উচ্চতায় ছিলো ঠিক তেমনিভাবে মানুষ হিসেবেও তাঁরা ছিলেন তদ্রুপ। কোনো গরীব রোগীকে টাকার কারণে কখনও সুচিকিৎসা থেকে বঞ্চিত করতেন না। আমি উনাদের বলতাম, আপনারা হচ্ছেন মানুষরূপী ফেরেস্তা।মানুষের সেবা করাচ্ছে যে জন তিনিই তো প্রকৃতিক মানবতার সেবায় এগিয়ে যাচ্ছেন''''। আরও আছেন ডাঃ জ্যোতিময় মুরুং সার্বক্ষীন মানুষের সেবা দিয়ে যাচ্ছেন তাদের কেও ভুলতে পারেনা, হাসি হাসি সম্প্রতি উনারা দু’জনেই পূর্ণ কর্নেল পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন। ব্যক্তিগতভাবে এবং ইমানুয়েল মেডিকেল সেন্টারের পক্ষ থেকে উভয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মঙ্গলময় সৃষ্টিকর্তা আপনাদের আরও অধিক অধিক আশির্বাদ দান করুক। সূত্র - লক্ষী পদ দাশ- চেয়ারম্যান ইমানুয়েল মেডিকেল সেন্টার বান্দরবান।