আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

আলীকদমে মারাইতং ধর্ম্মজাদী ভিত্তিপ্রস্তর স্থাপনে পার্বত্য মন্ত্রী

প্রশান্ত দে, আলীকদমম প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ৯ ডিসেম্বর ২০২২ ০২:৩৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানের আলীকদম উপজেলায় মারাইংতং ধম্মজাদী ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। আজ ৯ ডিসেম্বর মারাইংতং ধম্মজাদী ভিত্তিপ্রস্তর ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। আলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ ধম্মজাদীর ভদন্ত উঃ ঞানিকাহ মহাথের মারাইংতং ধম্মজাদী উদ্বোধন করেছেন । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশপ্রু মার্মা, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। সভাপতিত্ব করেন উঃ উইচারা মহাথের, প্রতিষ্ঠাতা মারাইংতং ধম্মজাদী। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালম, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জামাল উদ্দীন। পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মা, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল। মন্ত্রী তার বক্তব্যে ধম্মজাদী স্থাপনে সবাইকে সহযোগিতার করতে বলেন এবং তিনি ব্যক্তিগত ফান্ড থেকে ৩ লাখ টাকা অনুদান হিসেবে দেন। মন্ত্রী আরো বলেন মারাইংতং জাদী ধর্মীয় স্থাপনা সেখানে কোন সরকারি বাজেটে ধম্মজাদী তৈরি করা হবে না। সবার সহযোগিতায় এটি তৈরি হবে। যার ফলে ধর্মীয় এই তীর্থস্থানের সকলের সহযোগিতায় গড়ে উঠবে। মারাইংতং ধম্মজাদী পরিচালনা কমিটি জানিয়েছেন উদ্বোধন অনুষ্ঠান শেষে ৫ দিনব্যাপী  মাঙ্গলিক ধর্মীয় মেলা অনুষ্ঠিত হবে।