আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

আলীকদমে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) : | প্রকাশের সময় : বুধবার ৮ জানুয়ারী ২০২৫ ০৫:০০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের আলীকদমে ৩নং নয়াপাড়া এলাকায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই হত্যার ঘটনায় পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে আসামি আবু মুছাকে (৩২)। জমি নিয়ে বিরোধ এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

 

গত ৪ জানুয়ারি ২০২৫ সকাল আনুমানিক সাড়ে ৯  ঘটিকার সময় আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় মকবুল সওদাগরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত নুরুল আবছার মামুন (১৯) ও তার বড় ভাই আবু মুছার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ এবং তাদের মায়ের পালিত একটি গরু-বাছুর দেওয়া নেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।

 

কথা কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতি এবং পরে মারামারিতে রূপ নেয়। এ সময় আবু মুছা তার ছোট ভাই মামুনকে কিল,ঘুষি মারতে থাকেন এবং তার বাম কানে কামড় দিয়ে কানের নিম্নাংশ ছিঁড়ে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মামুন মারা যায়।

 

নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে আলীকদম থানায় একটি হত্যা মামলা(নং-১,তারিখ-৪ জানুয়ারি ২০২৫) দায়ের করেন। বিষয়টি বান্দরবান জেলার পুলিশ সুপারকে জানানো হলে দ্রুত আসামি গ্রেফতার ও মামলার তদন্তের নির্দেশনা দেওয়া হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. হারুন রশিদের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম একাধিক স্থানে অভিযান পরিচালনা করে এবং লামা থানার সহযোগিতায় ৮ জানুয়ারি ২০২৫ তারিখে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঠান্ডাঝিরি নামক স্থানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে আসামি আবু মুছাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশের দ্রুত অভিযানের ফলে ৭২ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

 

এ ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।