আজ মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

আলীকদমে পানি বর্ষণের মাধ্যমে সাংগ্রাই উৎসব শেষ।

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) : | প্রকাশের সময় : বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ০৯:৪৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বাংলাদেশের বসবাসরত মার্মা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবকে “সাংগ্রাই” বলা হয়। সাংগ্রাই মার্মাদের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব। বান্দরবানের আলীকদমে এই উৎসব মার্মাদের  যথাযোগ্য মর্যাদায় পানি বর্ষণ উৎসব উদযাপিত হয়েছে।

 

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকালে ৩ টায় পাহাড়ি বাংগালি জনগোষ্ঠীর অংশ গ্রহণে আলীকদম উপজেলা সদরের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের মাঠে প্রাঙ্গণে সাংগ্রাই উৎসব উদযাপন যুব কমিটি আলীকদম এর আয়োজনে রিলং পোঃ য়ে- জলকেলি ও সম্প্রীতি কনসার্ট (পানি বর্ষণ) উৎসব অনুষ্ঠিত হয়। মার্মাদের সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ হলো রিলং পোঃ য়ে পানি বর্ষণ অনুষ্ঠান। সাংগ্রাই তিন দিনের উৎসব হলেও অনেক জায়গায় আয়োজকরা সপ্তাহব্যাপী অনুষ্ঠান পরিচালনা করে থাকেন। উৎসবে মারমারা তাদের ঐতিহ্যবাহী পোশাক মেয়েরা থামি ও ছেলেরা লুঙ্গি পড়ে অনুষ্ঠানে যোগদান করতে আসে।

 

সাংগ্রাই উৎসব আয়োজক কমিটির যুব নেতা সুকান্ত বড়ুয়া ও উচ্চছিং মার্মা মারমা বলেন, মৈত্রী পানি বর্ষনে গান গেয়ে দলে দলে অনুষ্ঠানে যোগ দিতে আসেন শতশত তরুণ তরুণীরা। তরুণ তরুণীরা মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে পানি ছোড়াছুড়ি করতে থাকেন। এভাবে একদলের পর আরেকদল পানি ছোড়াছুড়ি খেলা খেলতে থাকেন। আনুষ্ঠানিক পানি বর্ষণ খেলা ছাড়াও পথে ঘাটে,পাড়ার মহল্লায় যাকে মন চায় সে তাঁকেই পানি ছিটিয়ে আনন্দ মেটে উঠেন। এতে আবার কেউ কোন আপত্তি করে না বরং এই সময়ে মৈত্রী পানি গায়ে লাগলে শুভ লক্ষন হিসেবে ধরে নেয়া হয়। 

 

মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মাতামুহুরি অনথালয়ের পরিচালক ভদন্ত উ উইচারা মহাথের ভান্তে।

 

জলকেলি ও  সম্প্রীতি কনসার্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা মহাজন,আলীকদম থানার অফিসার ইনর্চাজ ওসি খন্দকার তবিদুর রহমান,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন বিএ,৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন,২৮৮ নং আলীকদম মৌজার হেডম্যান অংহ্লাচিং মার্মাসহ প্রমুখ।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অংশেথোয়াই মার্মা বাংলাদেশ আওয়ামী লীগ আলীকদম উপজেলা  শাখা ও সাংগ্রাই উৎসব আয়োজক কমিটির যুব নেতা সুকান্ত বড়ুয়া।

 

উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী বলেন,পুরাতন বছরের দুঃখ,জরা,গ্লানি ও হতাশা মুছে ফেলে নতুন বছরে অনাবিল সুখ, শান্তি ও আনন্দের প্রত্যাশায় আজকের জলকেলি ও সম্প্রীতির কনসার্ট। এখানে পাহাড়ি-বাঙ্গালি সকলে মিলেমিশে উপভোগ করছে এই প্রোগ্রাম। তিনি আরও বলেন চৈত্র সংক্রান্তি ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব বৈসাবি সপ্তাহব্যাপ্তী উদযাপিত হচ্ছে আমাদের এখানে। উৎসবের উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে আন্তরিক ভাবে উৎসব পালন করা জন্য অনুরোধ করছি।