আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

আলীকদমে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনা জোন কমান্ডার

প্রশান্ত দে, আলীকদম প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২০ সেপ্টেম্বর ২০২৩ ০৬:০০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে আলীকদম সেনা জোন (৩১ বীর) পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে ২০ সেপ্টেম্বর রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় আলীকদম জোনের হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণয় সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিল বাবদ সর্বমোট ২,৫৪,৭২৯ টাকা আর্থিক অনুদান প্রদান করেন। 

379436337_1053757242283616_1030097941862574169_n

আলীকদম জোন জানায়, প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে। 

 

এছাড়াও প্রতিমাসে দুস্থদের মাঝে ত্রান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়ে থাকে এবং বর্তমান জোনের আওতাধীন ক্যাম্পসমূহে দূর্গম পাহাড়ী এলাকায় বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন। 

380808100_641286221404109_8571581354925723104_n

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।