আজ বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯শে কার্তিক ১৪৩১

আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা আটক

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান): | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০৪:১৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান আলীকদমে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কালে ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃতদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।

 

সোমবার (১১নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পৌয়ামহুরী সিমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশে সময় তাদেরকে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ৩টি পৃথক অভিযানের মাধ্যমে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩১ শিশু রয়েছে এবং বাকি ৫০ জন প্রাপ্ত বয়স্ক। 

 

তথ্য সূত্রে জানা গেছে,মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করানো হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এদের কয়েকটি পাহাড়ি এলাকা থেকে আটক করে।

 

মোঃ শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা নাগরিক বলেন,৮ লক্ষ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে তারা আমাদের কে পাঠিয়েছে। তিনি আরও বলেন, দালাল চক্রের সদস্যরা টাকা নেওয়ার পরে আমাদের কে বাস্টারমিনাল থেকে গাড়িতে করে  উখিয়া ক্যাম্পে পাঠানোর সময় আটক করা হয়েছে বলে জানান। 

 

প্রশাসন ও স্থানীয়রা জানায়, মায়ানমারের সীমান্ত থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে আলীকদমে অনুপ্রবেশকালে ৮১ জন রোহিঙ্গা নাগরিক কে আটক করে স্থানীয়রা। পরে প্রশাসনকে খবর দিলে তাদেরকে আটক করে প্রশাসনের হেফাজতে রাখা হয়। আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করা হবে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী ।

 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব বলেন, সকালে ৩টি পৃথক অভিযানে এইসব রোহিঙ্গা নাগরিক আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কে বিজিবির কাছে হস্তান্তর করা হবে।