নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তমব্রুর ৩৫/৩৬ সীমান্ত পিলারের মাঝ দিয়ে সোমবার রাত ৯টা ১৫ মিনিটের সময় মিয়ানমারের সামান্য ভিতর থেকে পর পর কয়েক রাউন্ড গুলির শব্দ তমব্রু এলাকার সীমান্ত এলাকায় এসেছে বলে জানা যায়।
তমব্রু বাজারের ব্যাবসায়ী মোঃ সরোয়ার জানান,প্রায় কয়েক
মাস পরে তাদের এলাকায় মিয়ানমার থেকে নতুন করে গুলির শব্দ আসাতে কিছুটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে।
ধারণা করা হচ্ছে মিয়ানমার সীমান্ত এলাকায় এখনো সে দেশের বিদ্রোহী বাহিনীর অবস্থান রয়েছে হয়তো ঐ দেশের সরকারি বাহিনীর সঙ্গে নতুন করে আবার হট্টগোল সৃষ্টি হয়েছে।