মহান মে দিবস উপলক্ষে আনোয়ারায কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)তে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১ মে) রাতে কাফকো অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে। কাফকো সিবিএ'র সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাফকোর চীফ অপারেশন অফিসার মোহাম্মদ আবদুল্লাহ ফারুক। সিবিএ'র সাংগঠনিক সম্পাদক মো মহসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কাফকো'র জিএম মেনটেনেন্স মোহাম্মদ সাইফুল ইসলাম, ডিজিএম এডমিন মোরশেদুর রহমান, ডিজিএম এইচআর কামরুল হাসান হাবিব ও সিবিএ'র সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, সিবিএ'র নেতা মো আনিস, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, সিবিএ'র নেতা আবু তাহের, আবু সাঈদ, মোবারক মিয়া ও মো. রাশেদ। প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ ফারুক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শ্রমিক মালিক একসাথে কাজ করতে হবে। বৃটিশরা শ্রমিকদের দাশ হিসেবে ব্যবহার করত। আজ শ্রমিকদের সম্মান সবার উপরে। সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না করে কারখানার উন্নয়ন সম্ভব নয়। তাই কাফকোতে কর্মরত শ্রমিক কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করতে হবে।