আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

আধুনগর উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন

জাহেদুল ইসলাম, লোহাগাড়া | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ০৮:৫৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

বহুল প্রতিক্ষিত, আলোচিত ও সমালোচিত লোহাগাড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর উচ্চ বিদ্যালয় পরচালানা পর্ষদ এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) অভিভাবকদের স্বত:স্ফুর্ত ভোটদানের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। বিদ্যালয় সুত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলার আধুনগর ইউনিয়নে আধুনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে পুরুষ অভিভাবক পদে ৮ জন, মহিলা অভিভাবক পদে ২ জন, শিক্ষক প্রতিনিধি (পুরুষ) ৪ জন ও শিক্ষিকা (মহিলা) ২ জন ও দাতা সদস্য পদে ৩ জন সহ মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৯ জন প্রার্থী বিজয়ী হন। এদের মধ্যে নির্বচিত হন- অভিভাবক সদস্য (পুরুষ) পদে মো. খোরশেদ আলম ৩৪২ ভোট, জয়নাল আবেদীন জনু ৩৪২ ভোট, হাসান মাহমুদ ৩৪০ ভোট ও মো. ইয়াছিন আরফাত ৩৩৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি ধিমান বড়–য়া ১১১ ভোট, মো. সিরাজুল ইসলাম ১১২ ভোট, হুমায়ন কবির ১১৩ ভোট ও মোহাম্মদ নাছির উদ্দিন ১১৮ ভোট। মহিলা অভিভাবক পদে পারভীন আক্তার ৩২১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বি জহুরা বেগম ১৩০ ভোট। শিক্ষক প্রতিনিধি (পুরুষ) আবদুস সালাম ১০ ভোট, মো. সলিম উল্লাহ ১০ ভোট। শিক্ষক (মহিলা) রুবী রাণী বড়–য়া ২ ভোট ও দাতা সদস্য পদে নরশেদ আলম চৌধুরী ১৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। উল্লেখ্য, আধুনগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ৭০৯ ভোট। কাস্ট হয়েছে ৪৭২ ভোট। শিক্ষক প্রতিনিধি (পুরুষ) ভোটার সংখ্যা ১০ ভোট, কাস্ট ১০ ভোট। শিক্ষক প্রতিনিধি(মহিলা) ২ ভোট, কাস্ট ২ ভোট। দাতা সদস্য পদে মোট ভোটার সংখ্যা ৩৭ ভোট , কাস্ট হয়েছে ১৫ ভোট। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম। সহকারি প্রিসাইডিং এর দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার। নির্বাচনে বিপুল সংখ্যক পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদসরা আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন। সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়। বিকেল ৫টায় নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পর্যবেক্ষন করেন সাতকানিয়ান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আধুনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহবায়ক কমিটির সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইকবাল হোসাইন চৌধুরী, চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জামান, এসআই ভক্ত দত্ত, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এএসআই শামীম হোসেন প্রমূখ।