আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

আধুনগর ইউপির পক্ষে বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : শনিবার ১৬ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

১৬ ডিসোম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন করা হয়েছে।

১৬ ডিসেম্বর (শনিবার) সকালে লোহাগাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, আধুনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান, মহিলা ইউপি সদস্য আনোয়ারা বেগম, সাজেদা বেগম, শিরিন আক্তার, ইউপি সদস্য মো. ফরিদুল আলম, মো. আবুল হাসান, গ্রাম পুলিশ যথাক্রমে- অজিত পাল, হোসাইন কবির রুবেল, কাইছার হামিদ, মনজু বড়ুয়া প্রমূখ।