আজ শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

আজ মুক্তিযোদ্ধা নুরুল হকের ১১তম মৃত্যু বার্ষিকী

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৭ জানুয়ারী ২০২২ ১১:১৬:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

আজ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধের গ্রুপ কমান্ডার ও অভিবক্ত শিলক ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মো. নুরুল হকের একাদশ তম মৃত্যুবার্ষিকী।

মুক্তিযুদ্ধ কালীন রাঙ্গুনিয়ায় যে তিনজন কমান্ডার ছিলেন তাদের মধ্যে অন্যতম এই নুরুল হক। তিনি কোদালা উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার ছেলে কোদালা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নুর লিটন বলেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোদালা উচ্চ বিদ্যালয় ও পরিবারের পক্ষ হতে মিলাদ মাহফিলসহ দোয়ার আয়োজন করা হয়েছে।