আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

অব্যাহত ভীর বর্ষনে ব্যাপক পাহাড় ধস : বান্দরবান- থানচি যোগাযোগ বিচ্ছিন্ন

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১ অগাস্ট ২০২৪ ০৮:৩২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) অব্যাহত ভারী বষনের কারনে সকালে থানচি সড়কের জীবননগর এলাকায় পাহাড়ের বিশাল একটি অংশ সড়কের উপর ধসে পড়লে এ ঘটনা ঘটে। ফলে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের উভয় পাশে আটকা পড়ে যাত্রী ও পণ্যবাহী বেশ কয়েকটি গাড়ি। এতে উভয় দিক থেকে ছেড়ে আসা পরিবহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীসহ স্থানীয়রা।

 

খবর পেয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ করছে। 

 

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে সেনাবাহিনীর সহায়তায় মাটি অপসারণের কাজ করছি। দ্রুত মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হবে।

 

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, পাহাড় ধসের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসসহ  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কের মাটির সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। সড়ক থেকে মাটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।