আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

অনিয়ম দুর্নীতির নিউজ করায় প্রতিবেদকের উপর ইউপি সদস্যের হামলা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৭ মে ২০২৩ ০২:৫৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

 ইউপি সদস্যের অনিয়ম দুর্নীতির নিউজ করায় দৈনিক নতুন চাঁদ পত্রিকার রামগড় উপজেলা প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম খলিল এর উপর হামলা চালিয়েছে রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মহিন উদ্দিন (৩২)। আহত সাংবাদিক ইব্রাহিম খলিল বাবু (২৮) জানান, কিছুদিন আগে ইউপি সদস্য মহিউদ্দিন এর অনিয়ম দুর্নীতি মাদক সহ বিভিন্ন অপকর্ম নিয়ে পত্রিকায় নিউজ প্রকাশ করি, নিউজ প্রকাশের পর থেকেই মহিউদ্দিন আমাকে হুমকি দমকি দিয়ে আসছে এবং আমাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়ে আসছে।তারই জের ধরে ১৫ মে (সোমবার) রাত আনুমানিক ১১টার সময় আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার সময় মহিন উদ্দিন ও তার ছোট ভাই ইমাম হোসেন কোন কথা বার্তা ছাড়াই রড ও কাঠের লাঠি দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে। এসময় আমার কাছে থাকা দোকানের নগদ ৮৫ হাজার টাকা কেঁড়ে নেয়। ঝড়বৃষ্টির কারণে আমি চিৎকার করলেও বাঁচাতে কেউ এগিয়ে না আসায় দৌড়িয়ে জীবন বাঁচাই। মহিউদ্দিন ও তার ভাইয়ের আঘাতে আমি মারাত্মকভাবে আহত হলে রাতেই আমার বাবা আমাকে রামগড় সরকারি হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসাধীন ইব্রাহিম আরো জানায়, মহিউদ্দিন মেম্বার পাতাছড়া এলাকায় একজন খারাপ লোক হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে বর্তমানে ধর্ষণ সহ ২টি মামলা খাগড়াছড়ি আদালতে বিচারাধীন রয়েছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে রামগড় থানায় ১৬মে (মঙ্গলবার) একটি লিখিত অভিযোগ দাখিল করেছি। অভিযুক্ত ইউপি সদস্য মোহাম্মদ মহিন উদ্দিন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ইব্রাহিমের সাথে আমার কোন ধরণের সমস্যা হয়নি। আমার বিরুদ্ধ সে যে অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা।প্রকৃত ঘটনা হচ্ছে গতকাল রাতে ইব্রাহিমের সাথে আমার ছোট ভাই যুবলীগের সদস্য ইমামের সাথে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আমাকে একজন ফোন করে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে গেলে ইব্রাহিম আমাকে দেখে পালিয়ে যায়। আর জোর করে টাকা নেওয়ার বিষয়টিও মিথ্যা বানোয়াট। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যে এমন নাটক সাজিয়েছে ইব্রাহিম। রামগড় থানার কর্মরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফরহাদ জানান, মারধরের বিষয় নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ এসেছে, তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।