মোসাদকাণ্ডে গ্রেপ্তার বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন শুনানি চলছিল হাইকোর্টের একটি বেঞ্চে। এ সময় আসলাম চৌধুরীর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন আদালত। জমা দিতে না পারার কারণ জানাতে গিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ‘আগুন সন্ত্রাসে’র বিষয়টি আদালতে উপস্থাপন করেন। এতে আদালত বলেন, মিস্টার ডিএজি! আগুন সন্ত্রাস প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না। এটা ১৮ কোটি মানুষের কোর্ট, কোর্টের পরিবেশ নষ্ট করছেন কেন?
রোববার (৩০ জুলাই) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অসন্তোষ প্রকাশ করেন।
শুনানির শুরুতে তদন্ত কর্মকর্তার উদ্দেশে আদালত বলেন, পুলিশ রিপোর্ট দিতে পারছে না কেন? কেন এত দেরি হচ্ছে।
এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, মাই লর্ড! একটু সময় লাগবে, এখানে অনেক আসামি।
পরে আদালত তদন্ত কর্মকর্তার কাছে নির্দিষ্ট সময় জানতে চান।
এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর বলেন, এই আসামি মোসাদকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন।
আদালত বলেন, ইসরায়েল আর আমেরিকা গেছে, সেটা আমরা দেখব না।
এক পর্যায়ে হাইকোর্ট বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিক হয়ে ঢুকে রাজদণ্ড নিয়ে বের হয়ে গেছে।
পরে হাইকোর্ট আসলাম চৌধুরীর জামিন শুনানি দুই মাসের জন্য স্ট্যান্ডওভার রাখেন।