পাহাড়খেকো ভূমিদস্যু দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৫ মামলার আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ মানিকের বিরুদ্ধে ৪০ লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাত করায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত। গত ১৬ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মোঃ সাদ্দাম হোসেন গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন। এর সত্যতা নিশ্চিত করে আদালত সূত্র জানান, গত বছরের ২১ নভেম্বর রাজন দত্ত নামের এক ব্যবসায়ীর করা মামলা আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের দায়িত্বভার গ্রহণ করেন। পিবিআই তদন্ত শেষে করে ঘটনার সত্যতা পাওয়ায় চলতি বছরের ৬ এপ্রিল চট্টগ্রাম মেট্রো পিবিআই এর এস আই মোঃ মনিরুল ইসলাম লালখান বাজারের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ মানিক ও তার বড় ভাই লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ এন ফারুক আহমদ এর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালত চলতি বছরের ৩০ জুন তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন ইস্যু করা হয়। ধার্য তারিখের মধ্যে আদালতে আসামি হাজির না হওয়ায় গত ১৬ অক্টোবর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড লালখান বাজারের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ মানিক কাউন্সিলর থাকা কালীন চাঁনমারী রোডস্থ লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মসজিদ মার্কেট নির্মান করার ঠিকাদারি নেন। ওই সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন সাবেক কাউন্সিলর মানিকের বড়ভাই এ এন ফারুক আহমদ। সেই সুবাদে কাউন্সিলর মানিক ২০১৮ সালের ১৯ মার্চ মামলার বাদী ওষুধ ব্যবসায়ী রাজন দত্ত থেকে লিখিত চুক্তির মাধ্যমে সালামীমূলে ৪টি দোকান দেওয়ার কথা বলে এন.আর.বি গ্লোবাল ব্যাংক এর চেকের মাধ্যমে ২৫ লাখ টাকা গ্রহণ করেন। একুই বছরের ৮ মে এন.আর.বি গ্লোবাল ব্যাংক এর চেকের মাধ্যমে আরও ১০ লাখ টাকা গ্রহণ করেন। একুই বছরের ৮ নভেম্বর নগদে ৫ লাখ টাকা আদায় করে সর্বমোট ৪০ লাখ টাকা গ্রহণ করেন কাউন্সিলর মানিক। পর্বর্তীতে কাউন্সিলর মানিক চুক্তি ভঙ্গ করে ব্যবসায়ী রাজন দত্তকে দোকান বুঝিয়ে না দিয়ে উল্টো হত্যার হুমকি দেওয়া হলে ব্যবসায়ী রাজন দত্ত গত বছরের ২১ নভেম্বর প্রতারণার মাধ্যমে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মানিক ও তার বড়ভাই ফারুক এর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত করার নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনঃ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো এর উপ পরিদর্শক মোঃ মনিরুল ইসলাম ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্তে লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর মসজিদ মার্কেটের ৪টি দোকান দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৪০ লাখ টাকা আত্মসাত করা এবং বাদী টাকা ফেরত চাইলে হুমকি ধমকি প্রদানের ঘটনার সত্যতা পাওয়ায় চলতি বছরের ৬ এপ্রিল সাবেক কাউন্সিলর মানিক ও তারই বড়ভাই ফারুক এর বিরুদ্ধে পেনাল কোডের ৪১৭/৪২০/৪০৬/৫০৬/৩৪ ধারায় আদালতে প্রতিবেদন জমা দেন। জানতে চাইলে মামলার বাদীর আইনজীবী স্বপন রায় দৈনিক সাঙ্গুকে বলেন আসামীর নামে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গ্রেফতারি পরোয়ানা সংশ্লিষ্ট থানায় পাঠানোর জন্য ১৬ অক্টোবর সরকারি প্রসেস ফি আদালতে জমা দিয়েছি