হাটহাজারীতে শশুড়বাড়ীর বসতঘর থেকে দুই সন্তানের জননী মরিয়াম বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডস্থ মৌলভী পাড়ার নিহতের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম বেগম ওই এলাকার ছিদ্দিক আহমদ বাড়ীর নূর উদ্দীনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে উল্লেখিত এলাকার ফাইপ ফিটার (প্লাম্বার) মিস্ত্রি নূর উদ্দীনের স্ত্রী মরিয়ম বেগম পরিবারের সকলের অগোচরে তার শয়নকক্ষের বিমের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করে আশেপাশের লোকজনসহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ছোট ভাই আবুল কালাম জানান, রাগের মাথায় আমার বোন এ ঘটনা ঘটিয়েছে। ছোটকাল থেকে সে একটু বেশি রাগী ছিলো। রাগের মাথায় আমার বোন নিজে আত্নহত্যা করে তার আবদুল্লাহ আল নোমান (৬) ও আদনান (৪) নামের দুই অবুজ দুই সন্তানকেও এতিম বানিয়ে গেলো।
লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক ছেনোয়ার হোসেন শুক্রবার দুপুরের দিকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ বিছানায় শুইয়ে রাখা অবস্থায় পেয়েছি। ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন তাকে দ্রুত নামিয়ে বাঁচানো চেস্টা করেছে বলে জানিয়েছেন। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। শুক্রবার সকালের দিকে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে আসল ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।