আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে প্রশিক্ষণ কোর্স ও রচনা প্রতিযোগিতা

মো: ইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি: | প্রকাশের সময় : বুধবার ৯ ফেব্রুয়ারী ২০২২ ১২:৫৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  জনসচেতন মূলক প্রশিক্ষণ কোর্স ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৯ ফেব্রুআরি  সকাল সাড়ে ১১টায়  নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর  আয়োজনে উপজেলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ । বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক,

নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা বিদ্যালের  প্রধান শিক্ষিকা নাসরিন সোলতানা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহান শাহ ভূঁইয়া,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মাইনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদ্দিন টুক্কু,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংবাদিক সানজিদা আক্তার  রুনা প্রমূখ। উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা  মুহাম্মদ শাহবুদ্দিনের সঞ্চালনায়

 প্রশিক্ষণ কোর্স এর অনুষ্ঠানে অতিথিরা বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে জানানোর জন্য  এ ধরণের জনসচেতন মূলক প্রশিক্ষণ কোর্স ও রচনা প্রতিযোগিতা আরো বেশী বেশী আয়োজন করতে হবে। মনে রাখবেন এ যুবদের  মাঝেই আমাদের আগামী দিনের সম্ভাবনা লুকিয়ে আছে। তারা যত বেশী বেশী স্বাধীনতা ও বঙ্গবন্ধুকে জানবে আমাদের স্বাধীনতার সুফল ততই সুপ্রসন্ন হবে।