আজ শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ই আশ্বিন ১৪৩০

সীমান্ত পেরিয়ে অবৈধ পথে আসা,বিশ হাজার একশ প‍্যাকেট সিগারেট আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:২১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

গোপন তথ্যের ভিওিতে বিশেষ টহল দল কর্তৃক মালিকবিহীন বার্মিজ সিগারেট আটক করা হয়েছে,শুক্রবার ১৫ সেপ্টেম্বর সকাল ৯টার সময়।

রেজুপাড়া বিওপি, ৩৪ বিজিবি কক্সবাজারের অধীনস্থ।

গোপন তথ্যের ভিওিতে বিশেষ টহল কমান্ডার নায়েক তাজুল ইসলাম এর নেতৃত্বে বিশেষ টহল দল কর্তৃক  বিওপি হতে পশ্চিম দিকে সীমান্ত  পিলার  ৪১ হতে উওর-পশ্চিম দিকে  মেইন পিলার ৪২ হতে ৬ কিঃমিঃ  বাংলাদেশের অভ্যন্তরে ভালুকিয়া হারুন মার্কেট নামক স্থান থেকে। ভালুকিয়া  ইউনিয়নঃ২ নং রত্নাপালং, পোস্টঃ চাকবৈটা থানাঃ উখিয়া; জেলাঃ কক্সবাজার, নামক স্থান  হতে মালিক বিহীন বার্মিজ সিগারেট  আটক করা হয়।

আটকৃত সিগারেট ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে জানা যায়।