আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর শ্বাশুড় বাড়ীতে হামলার চেষ্টার অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২২ জানুয়ারী ২০২২ ০৭:৩৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ার নলুয়া ইউনিয়নয পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মিজানুর রহমানের শ্বাশুড় বাড়ীতে গত ২১ জানুয়ারী গভীর রাতে হামলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতকানিয়া রিটার্নিং কর্মকর্তার বরাবরে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের শ্যলক মোঃ হারুন বাদী হয়ে ২২ জানুয়ারী লিখিত অভিযোগ দায়ের করেছে। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, অনুষ্ঠিতব্য আসন্ন ৭ ফেব্রæয়ারী সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় একদল দূর্বত্ত মিজানুর রহমানকে হুমকি-ধুমকি দিচ্ছেন উল্লেখ করা হয়। এছাড়া তার বোনে জামাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজান তাদের বাড়ীতে হামলার চেষ্টা চালায় এবং তিন রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বত্তরা পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় অভিযোগের বাদী হারুন বলেন, ২০/২৫জনের একটি মুখোশধারী লোক আমার বাড়ীতে আমার বোনের জামাই চেয়ারম্যান প্রার্থী মিজান আছে মনে করে হামলার চেষ্টা এবং অকত্য ভাষায় গালিগালাজ করে ফাঁকা গুলি বর্ষণ করে। গুলি আওয়াজ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে মুখোশধারীরা পালিয়ে যায়। এঘটনায় তারা উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করেছেন বলে ...