আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

শীতে বিপর্যস্ত জনজীবন

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : শনিবার ৭ জানুয়ারী ২০২৩ ০৪:৫১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

গত কয়েক দিন ধরে বান্দরবান সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র শীত অনভূত হচ্ছে। এর সঙ্গে ঘন কুয়াশা শীতের তীব্রতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। এর ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। জানুয়ারি ১ থেকে ঘন কুয়াশার কারণে সকাল থেকে বিকেল দেশের অনেক এলাকায় সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন কুয়াশা ও শীত আরও দু-তিন দিন অব্যাহত থাকবে।   সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।   থানচি এলাকার মংপু বলেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যেও পাহাড় এলাকায় কাজ করতে হচ্ছে। দীর্ঘ সময় ঘন কুয়াশার কারণে খেতের সবজি বাড়ছে না। ঘন কুয়াশায় যানবাহন চলাচলেও প্রতিবন্ধতা সৃষ্টি হচ্ছে। শ্যামলী পরিবহনের বাসচালক মো. স্বপন মিয়া জানান, ‌‘কুয়াশার কারণে গাড়ি ধীর গতিতে চালাতে হচ্ছে। দিনের বেলায়ও সড়কে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।’   আবহাওয়াবিদরা বলছেন, উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দেশজুড়ে আরও কয়েক দিন এমন বাতাস বইতে পারে। এদিন সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।