পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তির ২৪বছর পূর্তি উপলক্ষে কাপ্তাই সেনা জোনের আয়োজনে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ট দু'টি দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে কাপ্তাই সবুজ দল ১- ০ গোলে কাপ্তাই লাল দলকে পরাজিত করে।
এর আগে উভয় দলের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ,পিএসসি। এসময় ডিজিএফআই কাপ্তাই শাখার অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আলী আক্কাস, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার
, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উভয় দলের মধ্যে মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। কাপ্তাই জোন অধিনায়ক বলেন, আজকের প্রীতি ফুটবল ম্যাচের দু'দলের মধ্যকার খেলায় যে সম্প্রীতি দিয়ে খেলেছে তা থেকে বুঝা যায় পাহাড়ে শান্তির সু বাতাস বইছে। এছাড়া পার্বতঞ্চলের বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন। এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
ছবিসংযুক্তঃ কাপ্তাই জোনের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ বিজয়ীদের পুরস্কার দিচ্ছেন জোন অধিনায়ক লেঃকর্ণেল আনোয়ার জাহিদ পিএসসি।