আজ শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

লোহাগাড়ায় বটতলী মোটর স্টেশনে ১২ লক্ষ টাকা ব্যায়ে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : বুধবার ২০ ডিসেম্বর ২০২৩ ০৪:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ প্রবনতা রোধকল্পে ১২ লক্ষ টাকার ব্যয়ে আধুনিক মানের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বটতলী স্টেশনের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল লোহাগাড়া থানার অফিসার উনচার্জ মো. রাশেদ্লু ইসলাম, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপিরচেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল প্রমূখ।

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, চুরি ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এড়াতে বটতলী মোটর স্টেশনে উপজেলা পরিষদের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা মনিটরিং করবে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন। এ সিসি ক্যামরার মাধ্যমে বিভিন্ন অপরাধীদের চিহ্নিত করতে পারবে। জনসাধারণ ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবে।