‘রাষ্ট্রীয় আইন মেনে চলি অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ এই স্লোগানে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যবিলিটিজ বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে বান্দরবানের লামায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ(NAAND)এর আয়োজনে ০২ মার্চ(২০২৩)বৃহ:প্রতিবার সকাল ১০টা থেকে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ লামা মুখ উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। লামা মুখ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিতান বিকাশ বড়ুয়ার সঞ্চালনায় ওরিয়েন্টেশন ওয়ার্কশপে সভাপতিত্ব করেন,শরিৎ কুমার চাকমা,জেলা শিক্ষা অফিসার,উদ্বোধক হিসেবে ছিলেন,লামা উপজেলা নির্বাহী অফিসার,মোস্তফা জাবেদ কায়সার। প্রধান অতিথি ছিলেন,মোস্তফা জামাল, চেয়ারম্যান,লামা উপজেলা পরিষদ। আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ,ভাইস চেয়ারম্যান জাহেদ উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ আহমেদ,এ এম ইমতিয়াজ,প্রধান শিক্ষক লামা আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়,আব্দুর শক্কুর,প্রধান শিক্ষক লামা মুখ উচ্চ বিদ্যালয়। প্রশিক্ষণ গ্রহণ কারিদের মধ্যে উপস্থিত ছিলেন, লামা উপজেলার মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার,সহকারী সুপার,পেশ ইমাম,অটিস্টিক শিশু ও তাদের অভিভাবক,সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ। প্রশিক্ষন পরিচালনা ছিলেন,এম সাইফুল ইসলাম (এনএএএনডি)প্রকল্প কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মোঃ কামরুজ্জামান মিয়া,মাস্টার ট্রেইনার,টিচার্স ট্রেনিং কলেজে ফেনী, ডা: সাজিনাতুল মরুয়া,মেডিক্যাল অফিসার, লামা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রশিক্ষকগন পর্যাক্রমে দিনব্যাপী অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ(এনডিডি)বিষয়ে একীভূত শিক্ষার গুরুত্বপূর্ণ নানান দিক প্রজেক্টরের মাধ্যমে চিত্র প্রদর্শনসহ অটিজম বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন। অটিজম শিশুরা অন্য শিশুদের মতোই শুধুমাত্র তাদের বিকাশ জনিত সমস্যা রয়েছে। তাই তাদের বাড়তি যত্ন,পরিবারের প্রতি ও সামাজিকভাবে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়, তাহলেই তারা অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। সেই সাথে সকল বিদ্যালয়ে তাদের ভর্তি নিশ্চিত করতে ও তাদের প্রতি শিক্ষকদের বাড়তি যত্ন নেওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।