আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়ি নোয়াপতং ইউনিয়নে শ্রেষ্ঠ উদ্যোক্তার নির্বাচিত হয়ে পুরস্কার পেলেন যিরমিয় ত্রিপুরা

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ৭ জানুয়ারী ২০২২ ০৭:৩৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে ৪টি ইউনিয়নে মধ্যে ৪নং নোয়াপতং ইউনিয়ন থেকে শ্রেষ্ঠতম উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেলেন যিরমিয় ত্রিপুরা। বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত সেরা উদ্যোক্তা বিজয়দের একজন হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলামের হাত থেকে গত বুধবার সেরা উদ্যোক্তার পুরস্কার গ্রহণ করেন যিরমিয় ত্রিপুরা।

সূত্রের জানা গছে, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ডিজিটাল গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে গত ১১ নভেম্বর ২০২১ থেকে ১০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত এক মাস ব্যাপি একযোগে সারাদেশে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১ অনুষ্ঠিত হয়। ওই দিবসের আলোকে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করতে সেবা প্রদান কার্যক্রমকে অধিক জনবান্ধব করা লক্ষে মাঠ পর্যায়ে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তির অংশ হিসেবে জেলা ভিত্তিক সেরা উদ্যোক্তা নির্বাচিত হন ৪নং নোয়াপতং ইউনিয়নে সেবক নামে সকলেরই পরিচিত যিরমিয় ত্রিপুরা। স্থানীয়রা জানান যিরমিয় ত্রিপুরা একজন অত্যন্ত্র ভাল মানুষ। আমরা প্রয়োজনে যখন যাই,তখন কাজ করে সহযোগিতা প্রদান করেন। পরীক্ষা ফলাফল,জন্ম নিবন্ধন,ও চাকুরী ও পাসপোর্ট আবেদন সহ বিভিন্ন ই-সেবাগুলো কাজ করে দেন তিনি। উদ্যোক্তার যিরমিয় ত্রিপুরা বলেন ৪নং নোয়াপতং ইউনিয়নে ২০১০ সাল থেকে উদ্যোক্তার হিসেবে কাজ করে বর্তমানে ১২ বছর কাজ করে চলছে। একজন সেবক হিসেবে কাজের স্বীকৃতি পেয়ে অনেক খুশি ও আরো কাজ অনুপ্রাণিত হয়েছি এবং জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভাগে স্যারকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।