বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নে ঘেরাউ রাস্তায় পাগলাছড়া এলাকার গোডার পাহাড়ে চাঁদের গাড়ি (বি-৭০) উল্টিয়ে ৬জন যাত্রী গুরুত্ব আহত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুর ১২ সময়ে রোয়াংছড়ি-ঘেরাউ সড়কের পাগলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তীরা মংবাই পাড়াবাসিন্দা। স্থানীয় ইউপি মেম্বার ক্রাচিংঅং মারমা বলেন, রোয়াংছড়ি বাজারে মংবাই পাড়াবাসীরা সাংগ্রাই বাজার করতে আসে এবং ইনিয়ন পরিষদ থেকে ভিজিডি চাউল উত্তোলণ করে পাড়ার উদ্দেশ্য ফিরতে পাগলাছড়া রবিসেন গোধা পাহাড়ে অবশিষ্ট ভাঙ্গা রাস্তায় কালভার্টের উঠতে না পেরে গাড়িটি উল্টে ৯জন আহত হয়। আহত ব্যক্তিরা মংবাই পাড়া নিবাসী মুইমাপ্রু মার্মা (৫৪), মোচিংমা মার্মা (৬০), প্রুনুচিং মারমা (১২) গুরুপ্ত আহত হয়ে রোয়াংছড়ি হাসপাতলে প্রাথমিক চিকিৎসা করে ৩জনকে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আরো মুইমেনু মার্মা (২৬), সিংম্যানু মার্মা (২০), নাইসাংপ্রু মার্মা (১৬) তিন জনকে রোয়াংছড়ি হাসপাতালে ভর্তি করে চিকিৎসারত আছে। এবিষয়ে উপজেলা পঃপঃ কর্মকর্তা মংহ্লাপ্রু বলেন, গাড়ি এক্সিডেন্ট হয়ে আসা রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা করে ৩জনকে ভর্তি করেছি আরো ৩জন গুরুপ্ত আহত হয়ে উন্নতি চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।