আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষঃ নিহত ১

স্টাফ রিপোর্টার কক্সবাজার | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ১১:৩৩:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন
 
 
 
বিয়েকে কেন্দ্র করে  রোহিঙ্গা ক্যাম্পে বর-কনে পক্ষের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮ জন।
 
 
শনিবার রাত উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে হত্যাকারী মোঃ আনোয়ার সাদেক ও তার সহযোগী হারেসুর রহমানকে গ্রেফতার করে।
ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, বর মোঃ ইদ্রিস এর সাথে কনে খালেদা বিবির প্রেমের সম্পর্কের জের ধরে ৪ দিন পূর্বে কনে খালেদা বিবি একই ব্লকের মো: ইদ্রিস এর বাসায় চলে যায় এবং বরের পরিবারের সম্মতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। এ বিয়ে কনে পক্ষ মেনে নেয়নি। এমতাবস্থায় বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনে পক্ষ ক্ষিপ্ত হয়ে বর পক্ষের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে নিহত হন বরের চাচা মোহাম্মদ বেলাল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
তিনি জানান, ঘটনার পর ক্যাম্পের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।