আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রামুর গর্জনিয়ায় ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ৪ মার্চ ২০২৩ ১১:৪১:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

"যুব সমাজকে অপকর্মের হাত থেকে বাঁচাতে ক্রীড়া চর্চার বিকল্প নেই" রামুর গর্জনিয়ায় টাইম বাজার বয়েস স্টুডেন্ট ক্লাবের আয়োজনে ক্রীকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। শুক্রবার বিকেলে গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন- পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন- যুব সমাজকে বিভিন্ন অপকর্মের হাত থেকে বাঁচানোর জন্য এবং সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি। বর্তমান বিশ্বে বাংলাদেশ ক্রিকেট দল অভাবনীয় সাফল্যের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করেছে। উদ্বোধনী খেলায় পূর্ববোমাংখিল ক্রীকেট একাদশকে বড় ব্যবধানে হারিয়েছে নাইক্ষ্যংছড়ি ক্রীকেট একাদশ। টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ বলেন- তরুণ প্রজন্ম ও যুব সমাজ যেন নানা অপকর্মে জড়াতে না পারেন সেই জন্যই খেলাধুলার আয়োজন। এতদঅঞ্চল থেকে ক্রীকেটার তৈরী হওয়া আয়োজনের মূল লক্ষ্য।