শ্রী বিজয় ধর সভাপতি, শ্রী প্রদীপ কুমার শর্মা সাধারন সম্পাদক, ড়াঃ শ্রী স্বপন ধর অর্থ সম্পাদক
আন্তর্জাতিক শংকরমঠ ও মিশনের প্রাণপুরুষ যোগাচার্য পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ’র ১১৫ তম শুভ আবির্ভাব উৎসব ও আচার্যপাদ পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী তপানানন্দ গিরি মহারাজ’র ৬৮ তম শুভ জন্মোৎসব স্বরণে এবং শংকরমঠ গীতা প্রচার সংঘ রামু’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। আগামী ১ ডিসেম্বর শুক্রবার রামু ষ্টেডিয়ামে দিনব্যাপী আয়োজনে এ মহতীধর্মানুষ্ঠনে বিশ্বশান্তি শ্রীশ্রী গীতাযজ্ঞ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা, ধর্ম মহাসম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হবে। গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় রামু চৌমুহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে অনুষ্ঠিত শংকরমঠ গীতা প্রচার সংঘের আহবায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন, সন্মানিত আহবায়ক মাষ্টার শ্রী অনিল চন্দ্র শর্মা, মাষ্টার শ্রী অধীর শর্মা’র সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, আহবায়ক কমিটির সদস্য মাষ্টার সুনীল শর্মা, আহবায়ক কমিটির সদস্য শ্রী মিরন কান্তি দাশ, আহবায়ক কমিটির সদস্য শ্রী বিজয় ধর, আহবায়ক কমিটির সদস্য শ্রী অনাথ বিন্দু ধর, শ্রী কাজল ধর, ড়াঃ শ্রী রবীন্দ্র শর্মা, আহবায়ক কমিটির সদস্য মাষ্টার অরুন দে, শ্রী লিটন শর্মা, শ্রী ডা. স্বপন ধর, শ্রী প্রদীপ কুমার শর্মা, শ্রী স্বপন নাথ প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে শ্রী বিজয় ধরকে সভাপতি, শ্রী প্রদীপ কুমার শর্মাকে সাধারন সম্পাদক ও ড়াঃশ্রী স্বপন ধরকে অর্থ সম্পাদক মনোনীত করে একটি শক্তিশালী উদযাপন পরিষদ গঠন করা হয়।
সভায় কেন্দ্রীয় উদযাপন কমিটির নির্দ্দেশনায় অত্র কমিটি স্বাধীন ভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সন্মানিত আহবায়ক মাষ্টার অনিল চন্দ্র শর্মা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের সহযোগীতা কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।