জেলার রামগড় ৪৩ বিজিবি'র আয়োজনে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় রামগড় চা বাগান ফেন্ডস ক্লাব একাদশকে ৪-১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রহমতপুর সেতু নির্মাণ ক্লাব। খেলা শেষে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লে.কর্নেল হাফিজুর রহমান পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের, রামগড় ৪৩ বিজিবির সহকারি পরিচালক রাজু আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. নুরুল আলম আলমগীর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন সহ প্রমূখ। টুর্নামেন্টের বিজয়ী দল রহমতপুর সেতু নির্মাণ ক্লাবকে ৫৫" একটি এলইডি টিভি, ট্রফি ও মেডেল এবং রানার্স আপ রামগড় চা বাগান ফেন্ডস ক্লাব একাদশকে ৪৩" একটি এলইডি টিভি ও মেডেল দেওয়া হয়। এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। খেলা পরিচালনা করেন শুভ ভৌমিক, মো. জাহিদ ও ডেভিড চাকমা। ধারাবিবরণীতে ছিলেন মো. ফারুক।