আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

রামগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল নামক স্থানে মোঃ জুবায়ের হোসেন (৩) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।       

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোঃ জুবায়ের হোসেন ফেনীরকুল এলাকার টমটম চালক জাফর আহম্মদ এর ছোট ছেলে। 

বুধবার সকাল ১১টায়  রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ জানান, শিশু মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক এখন পর্যন্ত আমাকে কেউ জানায়নি, থানায় কোন মামলা হয়নি।