বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)'র আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাক বাংলা পাড়ার মাঠে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG), দুর্নীতি প্রতিরোধ, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, বাল্যবিবাহ ও মানব পাচার বিষয়ক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী (পিএইচডি)।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, শিমুল দাশ মেম্বার, বাপ্পি দেব।
এসময় স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।