"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" এ প্রতিপাদ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
৯ ডিসেম্বর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি দিয়ে শুরু করা হয়, পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্রের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সানুমং মারমার সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আবুল খায়ের, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, স্বাস্থ্ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ মেহেদি হাসান, রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আলাউদ্দিন, গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মারমা ও রবাট ত্রিপুরা। এতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র বলেন, "দুর্নীতিকে মূল থেকে তুলে ফেলতে হবে এবং আমাদের পরিবারের সকলকে দুর্নীতিকে না বলতে শিখাতে হবে।" অন্যান্য বক্তারা বলেন, দুর্নীতি সকল পর্যায়ে ছড়িয়ে পড়ায় আমাদের যার যার অবস্থান থেকে সবাই সচেতন হতে হবে এবং সচেতনতায় কাজ করার পরামর্শ দেন।