রাঙামাটিতে বোট ডুবিতে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ডিসি বাংলো সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পুস্পা রাণী দাশ ও হেনা রানী। তারা জয়পুরহাট জেলা থেকে রাঙামাটিতে বেড়াতে আসেন। জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে ডিসি বাংলো সংলগ্ন এলাকায় ডুবন্ত গাছের সাথে ধাক্কা লেগে বোটের ছিদ্র হয়ে পানি উঠে বোটটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আশেপাশের টুরিস্ট বোটের যাত্রীরা ৬৩ পর্যটকদের উদ্ধার করে। এদের মধ্যে আশংকাজনক ৫ জনকে রাঙামাটি জেনারেল হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজনের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পরপরই রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রথমে ঘটনাস্থল উপস্থিত হয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, বোট ডুরির ঘটনায় হাসপাতালে আনাদের মধ্যে দুইজন মারা গেছেন। তারা হলেন, পুষ্প রাণী (৭০), হেনা রানী (৫৫)।