আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

মিয়ানমারের বিমানে ঘুম কেড়েছে নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের অজস্র মানুষের

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ৬ নভেম্বর ২০২২ ০৬:১২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে সাধারণ মানুষের মধ্যে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে,মিয়ামারের যুদ্ধ বিমান,হেলিকপ্টার,ড্রোন, রকেট লাঞ্চার, একে ৪৭ রাইফেলের এর গুলি,এবং গুপ্তচর কখনো সীমান্তের কাছাকাছি,কখনো বাংলাদেশের অভ্যন্তরে আসার ঘটনা ঘটছে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য মোঃ ফরিদ এই প্রতিবেদকে জানান শনিবার রাতে সীমান্ত জনপদের সব শ্রেণী পেশার মানুষ যখন গভীর ঘুমে তখন মিয়ানমারের একটি যুদ্ধ বিমান,সে দেশের কিছু ভিতরে অবস্থান করে রাত ১২টা থেকে,রাত ১টা ৩০মিনিট পযর্ন্ত,এদিক ওদিক ছোটাছুটি করার ফলে ৪৪,৪৫, পিলারের কাছাকাছি বসবাসরত অজস্র মানুষ ভয়ে ঘুম থেকে জেগে ওঠেন,এবং তিনিও নিজ চোখে অবলোকন করেন বিমানের মিটিমিটি করে জ্বলা লাইট ও উচ্ছ গতির আওয়াজ,তবে উক্ত বিমান থেকে কোন কিছু নিক্ষেপ করা বিস্ফোরণের শব্দ তিনি শুনতে পাননি। সদরের ৮নং ওয়ার্ডের স্থায়ী কৃষক মোঃ রহমান জানান শনিবার এশারের নামাজের পরপর একটি মর্টারশেল বিস্ফোরণের শব্দ আসে ৪৪,৪৫ সীমানা পিলারের মাঝখান দিয়ে। ঘুমধুমের ইউনিয়নের তমব্রুর ব্যাবসায়ী সরোয়ার জানান,তাদের ৩৪,৩৫ সীমান্ত পিলার এলাকা রবিবার ভোর থেকে সন্ধ্যা নাগাদ পযর্ন্ত মিয়ানমারের ভিতর থেকে কোন ফোঁটাফুটি শব্দ আসেনি। তমব্রুর ইউপি সদস্য আলম জানান তাদের সীমান্ত এলাকার শান্ত আছে, গোলাবারুদ ফুটার কোন শব্দ তার কানে পৌঁছে নি। নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন,তার এক ইউপি সদস্যের কাছে ওপারে রাতের আকাশে বিমান উড়ার খবর শুনেছেন।