আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২১ নভেম্বর ২০২২ ১০:৩৯:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। রোববার (২০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

জানা যায়, সোমবার (২১ নভেম্বর) বিএনপির সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে পৌরসভার সামনের দিকে জনসমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অন্যদিকে পৌরসভার ঠিক পেছনে মাটিরাঙ্গা পৌর বিএনপির কাউন্সিল আয়োজন করে দলটি। একইদিনে কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৬ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা বাজার ও তার আশ-পাশের এলাকায় ১৪৪ বলবৎ থাকবে।