আজ শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

সন্দ্বীপ প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ০৩:৩১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সন্দ্বীপ উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, শিবের হাট ব্যবসা কল্যাণ সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভেন্ডারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। সারিকাইত দারুলউলুম মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়, দোয়া শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে রাতের খাবার পরিবেশন করা হয়। এছাড়াও দুপুরে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।

 

 

এতে উপস্থিত ছিলেন সারিকাইত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মাদ ঈসা, মাদ্রাসার হেফজ বিভাগের পরিচালক হাফেজ মো. রাশেদ, হাফেজ মো. দেলোয়ার, হাফেজ মো. ইয়াছিন আরমানসহ মরহুমের মেঝ ছেলে মো. শাহেদুল ইসলাম, ছোট ছেলে মো. সাজ্জাদুল ইসলাম রাতুলসহ হেফজ বিভাগের ছাত্ররা। বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ২০২৩ সালের ৯ ডিসেম্বর মৃত্যু বরণ করেন।