বিলাইছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আকতার হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটি বিলাইছড়ি শাখার নেতৃবন্দরা। শুক্রবার ( ৬ অক্টোবর) বেলা ১২ টায় থানা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি বিলাইছড়ি শাখার সাবেক দলনেতা সৈকত দাশ রুবেল, বর্তমান দলনেতা মো: আলী আজগর, উপ-দলনেতা (১), মো: এবাদুল হক সহ উক্ত রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যান্য সদস্যগণ।
সাক্ষাৎকারে অফিসার ইনচার্জ মহোদয় বলেন, সেবার মনোভাব নিয়ে প্রতিষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি সামাজিক অনুষ্ঠানে,বন্যা,নদী ভাঙ্গন,ঘূর্ণিঝড়,টর্নেডো, জলোচ্ছ্বাস,অগ্নিকান্ড সহ প্রাকৃতিক সৃষ্ট সকল দূর্যোগে বিভিন্ন সেবা প্রদান করে থাকেন, যা দূর্যোগ পূর্ণ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও সারা দেশে কিশোর গ্যাং ভয়াবহ আকার ধারণ করেছে। রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, প্রেমের বিরোধ, দখলবাজি, মাদকসহ নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। এই সমস্ত অপরাধ যেন কেউ না করে এবং কেউ করতে না পারে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সর্বশেষে তিনি উক্ত রেড ক্রিসেন্ট সোসাইটির মানব সেবার কার্যক্রমকে অব্যাহত এবং গতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।