স্বাধীনতার ৫১ বছর পর এই প্রথম বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে হয়েছে দেশে সব ছেয়ে সুন্দর ও পরিস্কার গ্রাম খেতাব প্রাপ্ত বান্দরবানের রুমা উপজেলার মুনলাই বম পাড়া।
শুক্রবার বেলা ১১টায় ভাল্ব জ্বালিয়ে স্থাপিত বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এর আগে ২৭,২০,১৬,৮৭৭ টাকা মুল্যে ব্যয়ে এলজিইডির ৯টি প্রকল্প,উন্নয়ন বোর্ডের ৬কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৪টি,বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৯০ লক্ষ টাকা ব্যয়ে ১টি ও পার্বত্য জেলা পরিষদের ৮টি সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে তিন পার্বত্য জেলায় ৫শত ৭৫ কোটি টাকা ব্যয়ে বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ চলছে। দুর্গম এলাকার ৪২ হাজার পরিবারকে সোলার প্যানেল দেয়া হবে।
শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর বলে উল্লেখ করেন মন্ত্রী।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বিদ্যুৎ বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ১৯৮৩ সালে ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বম পরিবার দুর্গম সুনসং পাড়া থেকে এসে এপাড়ায় বসতি গড়ে তুলে। বর্তমানে এ পাড়ায় ৬৫ পরিবারের প্রায় সাড়ে ৩শ লোকের বসবাস। দুর্গম এলাকা হওয়ায় বিদ্যুতের আলোর মুখ দেখেনি এপাড়ার মানুষ। তবুও শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও অর্থ নৈতিক দিক থেকে পিছিয়ে নেই মুনলাই পাড়ার মানুষ। রুমা থেকে বগা লেক যাওয়ার পথের ৩ মিলোমিটার এলাকায় বিশাল রাস্তার দুপাশে সারি বদ্ধ ভাবে গড়ে উঠেছে মুনলাই পাড়া নামে ক্ষুদ্র নৃগোষ্ঠির এই পল্লীটি। চারদিকে সবুজ গাছপালা সাজানো-গোছানো ও শৃঙ্খল পরিবেশ। হরেক রকমের গাছে ফুটে থাকা ফুলের সুগন্ধ যে কারো মন কেড়বে । বিশাল এই পাড়ার কোথাও বিন্দু পরিমান ময়ল আর্বজনা নেই। প্রত্যেক বাড়ির সামনে রয়েছে সাজানো ডাষ্টবিন। তাই সাম্প্রতিক সময়ে মুনলাই পাড়াকে বাংলাদেশের অন্যতম পরিস্কার পরিচ্ছন্ন সুন্দর গ্রাম হিসেবে স্বীকৃত পেয়েছে।
মুনলাই পাড়ার একটি বিশেষ বৈশিষ্ট হচ্ছে গ্রামের বাসিন্দারা কেউ কখনো ঘরের দরজা তালাবদ্ধ করেনা। কারণ এই পাড়ায় কখনো চুরির ঘটনা ঘটেনি। তাই চুরি হওয়ার নেই কোনো ভয়। পাড়ার বাসিন্দারা পরস্পর পরস্পরকে একই পরিবারের সদস্য হিসেবে ভাবেন। এ কারণে ঘর খোলা রেখেই কেউ বাইরে গেলে তার প্রতিবেশি নিজের মনে করেই বাড়িটি পাহারা দেয়।
কখনো বিদ্যুতের আলো জ্বলেনি মুনলাই পাড়ায়। আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বিদ্যুৎ সংযোগ লাইনের শুভ উদ্বোধনের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে গ্রামটি। একটু দেরীতে হলেও বিদ্যুৎ পেয়ে মহা খুশী মুনলাই পাড়ার মানুষ।