আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে হারানো মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২ মার্চ ২০২৩ ১০:৩৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

দীর্ঘ দিন ধরে হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন) বান্দরবান। বৃহস্পতিবার (২ মার্চ) ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মেঘলা বান্দরবানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহাম্মদ খান মালিকের কাছে এই মোবাইল ফোন দুটি হস্তান্তর করেন। এপিবিএন সুত্র জানায়, বিগত ২০২১ সালে চট্টগ্রাম বায়জিদ বোস্তামি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমরান আলী রুবেল তাহার ব্যবহৃত VIVO Y20 এবং Realme C15 মডেলের মোবাইল ফোনটি হারিয়ে ফেলে। এঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। অপর দিকে ২০২২ সালে গাজীপুর জেলার কালিয়াকৈয় এলাকার বাসিন্দা মোঃ আঃ হাকিম মিয়া তার ব্যবহৃত VIVO Y20 এবং Realme C15 মোবাইল ফোনটি হারিয়ে ফেলে। এঘটনায় তিনিও থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন। থানায় দায়ের করা সাধারন ডায়েরীর প্রেক্ষিতে এপিবিএন হেডকোয়াটার এর এলআইসি শাখার সহায়তা এপিসাইবার এনালাইসিস টিম অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া দুটি মোবাইল উদ্ধার কর।