বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে স্বামীকে অপহরন করা হয়েছে। নিহতের নাম সিংয়ানু মারমা(৩০)। তার অপহৃত স্বামীর নাম রেথোয়াই মারমা (৪০)। তাদের বাড়ি রাজবিলার থংজমা পাড়া।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোররাত ৩ টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর রাত ৩টার সময় ৫/৬জনের একটি অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বাড়িতে ঢুকে তাকে অস্ত্রের মুখে রেথোয়াই মারমাকে অপহরন করে নিয়ে যেতে চাইলে তার স্ত্রী বাঁধা দেয়। এসময় সন্ত্রাসীরা তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে স্বামীকে অপহরন করে নিয়ে যায়। সন্ত্রাসীরা পাহাড়ী সংগঠন মগ লিবারেশন পার্টি (এমএলপি)র সক্রিয় সদস্য বলে ধারনা করছে স্থানীয়রা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, একজনকে হত্যা ও একজনকে অপহরনের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা ও অপহরনের মুল কারন এখনো জানা যায়নি।