আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে শ্রেষ্ট সমিতির ক্রেস্ট পেলেন চকরিয়া-লামা-আলীকদম-থানচি সড়ক পরিবহণ মালিক সমিতি

এম.মনছুর আলম, চকরিয়া : | প্রকাশের সময় : শনিবার ৫ নভেম্বর ২০২২ ০৯:৫২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য বান্দরবান জেলায় সমবায় কর্মকান্ডে আর্থ-সামাজিক অবদানে স্বীকৃতি স্বরূপ জেলা পর্যায়ে "পরিবহণ মালিক ক্যাটাগরিতে " শ্রেষ্ট সমবায় সমিতি হিসেবে ক্রেস্ট ও সনদপত্র পেলেন চকরিয়া-লামা, আলীকদম-থানচি সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতি। শনিবার (৫ নভেম্বর) সকালে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা সমবায় বিভাগের জেলা কর্মকর্তা ফাতেমা বেগম পরিবহণ মালিক সমিতির সভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক জাফর আলমের হাতে শ্রেষ্ট সমবায় সমিতি হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। বান্দরবান সমবায় বিভাগের কনভেনার ফাতেমা পারুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান বিমল কান্তি দাস, সমবায় ব্যাংকের উপসহকারী নিবন্ধক মো.জাবেদ মীরজাদাসহ বিভিন্ন সরকারী ব্যাক্তিবর্গ। এদিকে, চকরিয়া-লামা-আলীকদম-থানচি সড়ক পরিবহণ মালিক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি ফরিদ আহমদ ও সাধারণ সম্পাদক জাফর আলম বান্দরবানে জেলার শ্রেষ্ট সমবায় সমিতি হিসেবে মালিক সমিতিকে শ্রেষ্টত্বের সম্মাননা দেওয়ায় জেলার সকল কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।#