ক্রীড়ার ঐতিহ্য ফিরে আসুক প্রিয় বান্দরবানে এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে মাস ব্যাপী ক্রীড়া মেলার আয়োজন করতে যাচ্ছে সম্মিলিত ক্রীড়া পরিষদ নামে একটি বেসরকারী সংগঠন। বান্দরবান সাঙ্গু নদীতে আগামী ২৩ নভেম্বর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতার মধ্যদিয়ে শুরু হবে মাস ব্যাপী এই ক্রীড়া। মেলা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে একথা জানিয়েছেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।
সোমবার বেলা ১১টায় প্রেসক্লাবে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুষ্টিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রফিকুল আলম,সহ-সভাপতি মিস নিনি প্রু,
সহ-সভাপতি রাজেশ দাশ,সাধারন সম্পাদক থুই সিং প্রু লুবু,সাংগঠনিক সম্পাদক উক্য সিং, সাংস্কৃতিক সম্পাদক এ কি নু,নির্বাহী সদস্য শিমুল দাশ, আরিফ,তো তো মারমা ও অং থোয়াই
এসময় বক্তারা বলেন,আয়োজিত মাস ব্যাপী ক্রীড়া মেলায় ফুটবল,বলিখেলা,কাবাডি,তৈলাক্ত বাঁশে আরোহণ,মহিলাদের এ্যাথলেটিক্স,প্রীতি ক্রিকেট ম্যাচ,ব্যাডমিন্টন টুর্নামন্ট ও টেবিল টেনিস প্রতিযোগীতা। তারা আরো বলেন,বান্দরবানে ক্রীড়ার ক্ষেত্রে গর্ব করার মত অর্জন রয়েছে। ফুটবল,ক্রিকেট,হকি,হ্যান্ডবল,সাঁতার,নৌকা বাইচ,টেবিল টেনিস,এ্যাথলেটিক্স,লং টেনিস,বাস্কেট বল,কাবাডি,খো খো,আর্চারি,দাবা,কারাতে,ব্যাডিমন্টন,ভলিবল,বক্সিং,তায়কোয়ান্দো,সাইক্লিং,উষু,জুড়োসহ প্রায় অর্ধশত ইভেন্টে এখানকার খেলোয়াড়রা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। কিন্তু ক্রীড়ার ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা থাকার পরও বিগত দিনে ক্রীড়া চর্চা প্রতিষ্টান গুলো দীর্ঘ মেয়াদী কার্যকর ভুমিকা পালন না করায় ক্রীড়াঙ্গন অনেকটাই নিস্ক্রিয় হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে মাঠে কোন খেলাধুলা না থাকায় খেলোয়াড়রা আগের মত মাঠমুখী হচ্ছেনা। এমতাবস্থায় স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নবীন খেলোয়াড়দের খেলাধুলায় উৎসাহিত ও নিয়মিত চর্চা ও পর্যটন শহরকে ক্রীড়া ও বিনোদন সমৃদ্ধ করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে আমাদের মাস ব্যাপী এই আয়োজন।