আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে তিন নির্মাণ শ্রমিককে অপহরন: দশ লক্ষ টাকা মুক্তিপন দাবী

এইচ এম সম্রাট,‌ বান্দরবান : | প্রকাশের সময় : শনিবার ২২ জুলাই ২০২৩ ০৪:৫২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ ও  ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। 

শনিবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি জানাজানি হয়।  অপহৃতরা হল কক্সবাজার চকরিয়ার নুরুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম(২০), মোঃ ইসমাইল হোসেন(২১) ও ইমাম হোসেন (২০)।

 

স্থানীয়রা জানায়,  বান্দরবান -কাপ্তাই সড়কের ডাকবাংলো এলাকায়  সড়ক ও জনপদ বিভাগের অধী‌নে ঠিকাদার মিশুর এক‌টি সেত‌ু নির্মা‌নের কাজ  করছিল নির্মাণ শ্রমিকরা। গত বৃহস্প‌তিবার (২০ জুলাই) রাতে অস্থায়ী লেবার সেড থেকে অস্ত্রের মুূখে তিন নির্মাণ শ্রমিকে অপহরণ করে নিয়ে যায়।পরে তাদের মূক্তিপন হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।

 

ঠিকাদার মিশু জানান, গত ২০ জুলাই দিন গত রাত সাড়ে ৩ টায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের মুক্তি পন হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। বর্তমা‌নে আরও বেশি মু‌ক্তিপন দাবি করছে। 

 

বান্দরবান পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম  জানান, অপহরণের খবর শুনেছি এবং অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।