বান্দরবানের রুমা উপজেলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) কর্তৃক এক ইউপি চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ উঠেছে। অপহৃত ব্যক্তির নাম উহ্লামং মার্মা(৫০) তিনি রুমা উপজেলার ১নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অপহৃত চেয়ারম্যানের স্ত্রী পিয়াং এ্যাং বম জানান,রবিবার(১৪জানুয়ারী) সকালে তিনি এবং স্বামী উহ্লামং মার্মা সহ আরো ৪/৫জন লোক মিলে মুনলাই পাড়া একটি এনজিওর প্রকল্প পরিদর্শন শেষে কেওক্রাডং বেড়াতে যায়। বিকাল সাড়ে ৩টার দিকে তারা কেওক্রাডং থেকে ফেরার পথে একদল শসস্ত্র যুবক লুংতুন পাহাড় এলাকায় গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে চেয়ারম্যান উহ্লামং মার্মাকে অপহরন করে নিয়ে যায়। অপহরনকারীরা কেএনএফ এর সদস্য বলে তিনি জানান। তিনি আরো বলেন,ঘটনার সময় কেএনএফ সদস্যরা চেয়ারম্যানের সাথে তাদের ব্যক্তিগত কথা আছে এবং পরে বাড়িতে পাঠিয়ে দেয়া হবে বলে তাদের চলে আসতে বলে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চেয়ারম্যানের পরিবারের পক্ষ থেকে এঘটনায় এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। চেয়ারম্যার অপহরনের বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।