বান্দরবানে তিনদিনব্যাপী জেলা ইজতেমা আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর- এ তিনদিনের ইজতেমা আয়োজন করেছে জেলা তবলিগ জামাত। জেলা তবলিগ জামাতের শীর্ষ কমিটি 'ফয়সাল' এর সদস্য মো. ওসমান গণী এ তথ্য নিশ্চিত করেছেন। ওসমান গণী বলেন, বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় জেলা মার্কাস মসজিদের সামনে মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। এটি জেলা কমিটির তত্ত্বাবধানে দ্বিতীয় ইজতেমা। গত বছর থেকে আনুষ্ঠানিকভাবে মার্কাস মসজিদ প্রাঙ্গণে জেলা ইজতেমা শুরু হয়। জানা গেছে, ইজতেমা আয়োজনের জন্য ইতিমধ্যে কাজ শূরু হয়েছে। মাঠে প্যান্ডেল করার জন্য বাঁশ, রশি ও তাঁবুসহ অন্যান্য সামগ্রী মজুত করা হয়েছে। দুএকদিনের প্যান্ডেল নির্মাণ কাজ শুরু হবে। আয়োজক সূত্রে জানা যায়, এবার প্রায় দশ হাজার ধর্মপ্রাণ মুসল্লী ইজতেমায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গতবছর প্রতিদিন গড়ে আট হাজার মুসল্লী অংশ নিয়েছিল।