আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে আবহাওয়ার পূর্বাভাসে তথ্য প্রযুক্তি শক্তিশালী করতে হবে - জেলা প্রশাসক

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : বুধবার ২১ ডিসেম্বর ২০২২ ০১:১৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

২১ শে ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসক হল রুমে অনুষ্ঠিত হয়। আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্প " এর আওতায় আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে জনসচেতনামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াছমিন পারভীন তিবরীজি জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজা সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার; আছাদুর রহমান, মেয়র মোঃ ইসলাম বেবী পৌরসভার বান্দরবান, উপপরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর । সভাপতিত্ব করেন সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক)। জেলা প্রশাসন কর্তৃক এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ; জনপ্রতিনিধিবৃন্দ সহ সাংবাদিকগণ। জেলাপ্রশাসক বক্তব্যে বলেন, আবহাওয়ার পূর্বাভাস জানাবার প্রক্রিয়াকে আরও যুগোপযোগী ও গ্রহণযোগ্য করে তুলতে হবে। প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের পাশাপাশি সহজে তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকলে মানুষ এর সুফল পাবে। এছাড়া অধিদফতরটি ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।