শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ,২০২২ এর একক কাতা প্রতিযোগিতায় বান্দরবানের কৃতি খেলোয়াড় রুই তং ম্রো (বালিকা) ও থিন ক্য উয়ে (বালক) স্বর্ণপদক এবং চাই ন্যু উয়ে ( বালিকা) ও ন্যু মে মার্মা ( বালিকা) রৌপ্যপদক অর্জন করে। এগিয়ে যাচ্ছে পার্বত্যজেলা -সাফল্য যেন আগামী জীবনভর সকল প্রতিযোগিতায় এমনি থাকে, ২৮ শে নভেম্বর বিকালে সোমবার আন্তরিক অভিনন্দন জানান -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য সহ বান্দরবানের কৃতি খেলোয়াড়দের জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অ-১৭) ২০২২ এর বিভাগীয় পর্যায়ে ২৩ শে নভেম্বর সকালে ফাইনাল খেলায় চট্টগ্রাম মহানগরের বালক দলের কাছে ট্রাইব্রেকারে হেরে রানার্সআপ হয়েছে বান্দরবান জেলার বালক দল। প্রাণঢালা অভিনন্দন বালক দলের জন্য যারা অসম্ভব ভালো খেলেও রানার্স আপ হয়েছে। শ্রীলংকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কারাটে চাম্পিয়নশীপ ২০২২ এ লামায় তা-উ পাড়াবাসী রুইতুম ম্রো স্বর্ণপদক পেয়ে লাল-সবুজ পতাকার মান রাখলো।