আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্বে পাকিস্তানিদের শোষণমুক্ত হয় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার : | প্রকাশের সময় : সোমবার ১৫ অগাস্ট ২০২২ ০২:০৮:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। কক্সবাজার অঞ্চলে কর্মরতদের উপস্থিতিতে এই অনুষ্ঠানে সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “বাঙালী জাতির মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মহান নেতা যিনি বাঙ্গালী জাতিকে পাকিস্তানি শোষণ হতে মুক্ত করতে পেরেছিলেন। এই মুক্তি এনে দিতে তিনি যে ত্যাগ স্বীকার করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। কিন্তু আমরা এতই দুর্ভাগা জাতি যে কিছু স্বাধীনতা বিরোধী শক্তি ১৯৭৫ এর আজকের দিনে আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ আরো অনেককে নির্মমভাবে হত্যা করে। ওইদিন তারা ছোট শেখ রাসেলকেও রেহাই দেয়নি। আমাদের সবার দলমত নির্বিশেষে জাতির পিতার আর্দশকে ধারন করতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধে শামিল হতে হবে।”

 

জাতীয় শোক দিবস উপলেক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানায়। 

 

এ সময় বঙ্গবন্ধুর জীবনী, তার রাজনৈতিক আর্দশ এবং রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করা হয়। 

 

ফিল্ড র্কোডিনেটর মিজানুর রহমান রহমান বলেন, “বঙ্গবন্ধুর হত্যা আমাদের জাতির জন্য লজ্জা। আমরা এই লজ্জা থেকে কখনোই মুক্তি পাবো না যদি না আমরা বঙ্গবন্ধু লালিত সোনার বাংলা গঠনের সপ্নকে বাস্তবায়ন করতে করতে না পারি। বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলার সপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পুরনে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অসাধারন।”

 

রেডিও সৈকতের প্রোগ্রাম প্রডিউসার আনিকা তাসনিম বলেন, “বঙ্গবন্ধু যে আর্দশের রাজনীতি করতেন সে আর্দশ এখন অনেক রাজনীতিবিধদের মধ্যে নেই। বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাঙ্গালী জাতির অপুরনীয় ক্ষতি করেছিল। আমাদের সকলের মধ্যে বঙ্গবন্ধুর আর্দশকে লালন করতে হবে, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো।”

 

অনুষ্ঠানে কোস্ট ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।